এসো মজার পদার্থবিজ্ঞান শিখি অ্যাপ- টিতে পদার্থবিজ্ঞানের ব্যাসিক সুত্রের পাশপাশি রয়েয়ে বিভিন্ন ধরনের কৌতূহলপূর্ণ প্রশ্নের সমাহার। যার সাহায্যে আপনি পদার্থবিজ্ঞানের আসল মজা পেতে সুরু করেন। পদার্থবিজ্ঞান এমন একটি বিষয় যেটা বুজতে গভীরভাবে ভাবতে হয়। যদি কেউ একবার এর আসল মজা পেয়ে যান তাহলে তার পছন্দের তালিকায় পদার্থবিজ্ঞান থাকবে এতটুকু বলাই যায়। আমরা এভাবেই অ্যাপ টিকে বানানোর চেষ্টা করেছি যার সাহায্যে সবাই পদার্থবিজ্ঞান যে কঠিন না তা বুজতে শিখে এবং মজায় মজায় শিখতে পারে।এই অ্যাপ এ রয়েছে নবম-দশম থেকে সুরু করে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের সকল গুরুত্বপূর্ণ সূত্রাবলী যা ছাড়া নিজেকে বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়াটাও কেমন জানি ! তাই অ্যাপ টি এই ক্যাটাগরির শিক্ষার্থীর জন্য খুব দরকারি। এছাড়াও যারা বিজ্ঞান বিষয়টিকে বুজতে চান তাড়াও অ্যাপ টি ব্যবহার করতে পাড়েণ। আশা রাখি কেঊ হতাশ হবেন না।এই অ্যাপ এ যা যা পাবেনঃ⭐পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সুত্রাবলী⭐বিভিন্ন কৌতূহলী প্রশ্ন যেমনঃ বৃষ্টি কেন হয়? কেন বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় পরে ইত্যাদিCredit: Some Images were collected from www.pixabay.comঅনেকগূলো ধন্যবাদ